আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নে'শার টাকার জন্য পিতা-মাতাকে বে'ধরক মা'রপিটের অপরাধে মা'দকসেবী ছেলে মিল্টন (২২) কে আটক করেছে ডোমার থানা পুলিশ।
ঘটনাটি ডোমার পৌর এলাকার ১নং ওয়ার্ড মাদ্রাসার মোড় এলাকায়।
জানা যায়, উক্ত গ্রামের চা বিক্রেতা শাহিন ইসলামের ছেলে মিল্টন (২২) দীর্ঘদিন যাবত মা'দক সেবন করে আসছে। যার কারণে প্রায় সময় বাবা ও মায়ের কাছে টাকা চাইতো। তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বাড়িতে আসবাবপত্র ভাং'চুর করে এবং বেড়ার টিন, ফলন্ত গাছ কে'টে বিক্রি করেছে। এমনকি ঘরে লাগানো ২টি ফ্যান খুলে নিয়ে বিক্রি করে মা'দকের পিছনে টাকা নষ্ট করেছে। এ বিষয়ে মিল্টনের বাবা ও মা বাধা দেওয়ায় লাঠিসোটা ও ধা'রালো অ'স্ত্র দিয়ে একাধিকবার বে'ধরক মা'রপিট করেছে বলে মিল্টনের বাবা শাহিন জানান।
ঘটনার দিন শনিবার (০৭ অক্টোবর) দুপুরে ৩ হাজার টাকার জন্য আবারো পূর্বের ন্যায় শাহিন ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে লাঠি দিয়ে বে'ধরক মা'রপিট করতে থাকে মা'দকাসক্ত ছেলে। এলাকাবাসী থানায় সংবাদ দিলে ডোমার থানার এসআই আব্দুল জলিল ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মা'দকসেবী মিল্টনকে আটক করে।
মিল্টনের মা আনোয়ারা বেগম জানান, 'তার ছেলের অ'ত্যাচারে গত ২দিন ধরে বাড়িতে যেতে পারছেনা। রাতে ভয়ে অন্যের বাড়িতে অবস্থান করছে। এমন আচরণের কারণে নিজ সন্তানের শাস্তি দাবি করেন তিনি।
ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, মা'দকাসক্তির কারণে নিজ পিতা- মাতার সাথে এমন আচরণ খুবই দুঃখজনক। মিল্টনের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা নং-৩১৪ দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।'
মা'দকের ছোবল থেকে সন্তানদের বাঁচাতে পিতা মাতাকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।