আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী বৌ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা স্কুল ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে বৌ মেলার শুভ উদ্বোধন করেন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন। বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ডোমার উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা দেবীগঞ্জ, ডিমলা ও জলঢাকা থেকে আসা হাজারো দম্পত্তি, শিশু ও বৃদ্ধসহ সব বয়সের মানুষ মেলায় ভিড় জমায়। নানা রঙের পরসা সাজিয়ে বসেছে শতশত দোকান। কেনা কাটায় ব্যস্ত সময় পার করছে দর্শনার্থীরা।
পূজা উদযাপন কমিটির সভাপতি ভবেন্দ্রনাথ জানান, 'এই মন্ডপে একশত বছরের বেশী সময় ধরে দুর্গাপূজাসহ হিন্দু সম্প্রদায়ের সব ধরণের ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছে। আর বৌ মেলাটি দুর্গাপূজার দশমির দিন থেকে ২দিনব্যাপি দীর্ঘ ৫০ বছর ধরে ঐতিহ্যবাহী বৌ মেলা হিসেবে পরিচিতি লাভ করে।'
ইউপি চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন জানান, 'আমি চেয়ারম্যান হওয়ার পূর্ব থেকে প্রায় স্বাধীনতার পর থেকেই এই বৌ মেলা দেখে আসছি। অষ্টমী ও নবমীর দিন থেকে আনন্দ ও উৎসব ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিজ এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে এই মেলায়।'
পরে আরতি প্রতিযোগিতায় ১৫জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ সময় পরিষদের ইউপি সদস্যসহ সূধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।