আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হরিণচড়া নাগরিক সমাজ সংগঠন (সিএসও) যুক্ত প্রকল্প আয়োজিত নারীর প্রতি স'হিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যাণ পরিষদ এমকেপি’র সহযোগিতায় সোমবার (১৮নভেম্বর) সকাল ১১টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের ভেলসি পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিএসও’র সভাপতি ফিরোজ কবির।
গৌরব কুমার দাস এর উপস্থাপনায় অতিথি হিসেবে হরিণচড়া ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই পরিতোষ চন্দ্র বর্মন, সিএসও’র উপজেলা সভাপতি নারী নেত্রী তৌহিদা জ্যোতি, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর পরিতোষ চন্দ্র সেন, সভানেত্রী মুক্তি বেগম, ইউনিয়ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সদস্য নিপা রানী, নুর জামান, সহিংসতার স্বীকার নির্যাতিতা নারী লিসা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রকল্পের সিএসও সদস্য, কি'শোর- কি'শোরীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ ছাড়াও এএসআই শাহনেওয়াজ শামিম, স্কুল ফ্যাসিলিটেটর অনিতা রানী রায়, ফিল্ড ফ্যাসিলিটেটর আতাউর রহমান লিটন, গীতা সেন, রানী বেগম উপস্থিত ছিলেন।
নারীর প্রতি স'হিংসতা, নি'র্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক সমাজ, অভিভাবক, জনপ্রতিনিধিসহ নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তাগণ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।