আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ডোমার প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার (১৪ আগস্ট) দুপুরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন এর নেতৃত্বে ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম, ক্রীড়া ও সাংস্কৃৃতিক বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মানিক, অর্থ সম্পাদক রবিউল হক রতন, প্রচার ও দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম আপেল, আঠিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বানেশ্বর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'সবাইকে সাথে নিয়ে পথ চলতে চাই। আপনাদের যেকোনো প্রয়োজনীয়তায় আমাকে সাথে পাবেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।