সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলায় বিয়ের ২৮ দিনের মাথায় এক নববধূকে অপহরণ করে ধর্ষণের মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১ মার্চ) দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।এর আগে রবিবার(২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বোড়াগাড়ী বাজার হতে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হন।গ্রেফতারকৃতরা হলেন-বোড়াগাড়ী ইউনিয়নের মাল্লিপাড়া এলাকার আক্তারুজ্জামানের ছেলে ইমন ইসলাম (২০) ও একই এলাকার অনিল চন্দ্র রায়ের ছেলে শ্রী সুজন রায়(১৮)।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ৩১ জানুয়ারি ওই নববধূর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ গ্রামে বিয়ে হয়। বিয়ের পরের দিন ১ ফেব্রুয়ারি স্বামীর সাথে বাবার বাড়িতে এসে বিভিন্ন স্থানে বেড়াতে যায় । ৬ ফেব্রুয়ারি দুপুরে ওই নববধূকে চামারপাড়া মোড়ে রেখে বোড়াগাড়ি বাজারে তার স্বামী কিছু কেনাকাটা করে।ওই সময় একটি মাইক্রোবাসে করে গৃহবধূটিকে আসামিরা অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে বিভিন্ন স্থানে ইমন ইসলাম একাধিকবার ধর্ষণ করে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।