আনিছুর রহমান মানিক ডোমার, নীলফামারী >>
নীলফামারীর ডোমারে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে তপন চন্দ্র রায় নামে এক কিশোরকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার (২৩সেপ্টেম্বর) গভীর রাতে ডোমার থানার এসআই আজম হোসেন প্রধান ও সঙ্গীয় ফোর্স উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া ঢেপিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তার আত্মীয়ের বাড়ি থেকে মামলার মূল আসামী তপন কুমার রায় (১৬) কে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, পাশের গ্রামের এক কৃষকের কন্যা অস্টম শ্রেণির ছাত্রী গত ১৩/০৯/২০১৯ তারিখে তার মামার বাড়ি বেড়াতে যায়। রাত ৮টায় স্কুল ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তপন চন্দ্র রায় ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে তুলে নিয়ে অন্যত্র এক বাড়িতে গত ১০দিন ধরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। এবিষয়ে মেয়েটির মামা জীবন রায় বাদী হয়ে ডোমার থানায় ৮ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী)/০৩) এর ৭/৯ (১)/৩০ ধারায় মামলা নং-১৫, তারিখ-২০/০৯/২০১৯ দায়ের করে। আটক তপন কুমার রায় মামলার এজাহাভুক্ত ১নং আসামী । সে খামার বামুনিয়া এলাকার তারাপদ রায় (চতুরা)র ছেলে বলে জানা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আজম হোসেন প্রধান বলেন, মামলার মূল আসামীকে গ্রেফতার করেছি এবং ১৬৪ ধারা জবানবন্দীতে ধর্ষণের কথা স্বীকার করেছে। বাকী সহযোগী আসামী পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সোমবার দুপুরে আটক তপনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।