আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে দোকানের জায়গা জো'রপূর্বক দখলের চেষ্টা, হ'তাহতের ঘটনায় ৩ নারী গু'রুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ বাজারে।
অভিযোগ সুত্রে জানা যায়, বাগডোকরা জলদান পড়া গ্রামের মৃত বিষাদু চন্দ্রের ছেলে সুবোল চন্দ্র মাহিগঞ্জ বাজারে নিজ নামীয় কবলাকৃত সম্পত্তি দীর্ঘ ২৫ বছর যাবত ভোগ দখল করে আসছে। মাহিগঞ্জ ডাঙ্গপাড়া এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম জমি সংক্রান্ত বিরোধের জেরে সুবোলের সম্পত্তির মধ্যে তাদের জমি আছে বলে দাবি করে। ৯ আগস্ট সুবোল সেখানে দোকান ঘর নির্মাণের জন্য প্রস্তুতি নিলে ওই দিন গভীর রাতে গোপনে সিরাজুল ও তার লোকজন সুবোলের কিছু অংশ জমি বেড়া দিয়া ঘিরে দ'খল করে নেয়। পরদিন সকালে সুবোল এসে বিষয়টি জানতে চাইলে তারা সেখানে জমি পাবে বলে জানায় এবং বাধা দিলে সুবোলকে ভ'য়ভীতি ও নানাধরণের হু'মকি প্রদর্শন করে মর্মে সুবোল ডোমার থানায় অভিযোগ করেন। ১৩ আগস্ট সকাল ১০টায় সুবোল চন্দ্র তার দোকান ঘরের কাজ করতে গেলে সিরাজুল ও তার ছেলে জাহিদুলসহ তার দলবল লা''ঠিশোটা ও ধা'রালো দেশীয় অস্ত্র নিয়ে সুবোলের লোকজনের উপর হামলা চালিয়ে বেধরক মা'রপিট করে। তাদের আ'ঘাতের ফলে হরি কিশোরের স্ত্রী অঞ্জলী (৪০), ললনীর স্ত্রী কমলা (৩৬) ও পঞ্চুরামের স্ত্রী শনিবালা (৫০) গু'রুতর আ'হত হয়। পরে বাজারের লোকজন আ'হতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে তারা ভীষণ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান সুবোল চন্দ্র ও তার পরিবার।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।