আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে গোমনাতী সপ্রাবি’র প্রধান শিক্ষক এমদাদুল হক দুলু’র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯জুন) বিকালে শিক্ষক সমিতির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। সাবেক শিক্ষক আলহাজ্ব লিয়াকত উল্লাহ’র সভাপতিত্বে অতিথি হিসেবে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রকিবুল হাসান, ডোমার ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী মানিক, স্বাধীনতা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আমিনুল হক বাবু, সহকারী শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, সিনিয়র শিক্ষক কহিনুর ইসলাম, জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, রেজওয়ানুল হক উৎপল, মরহুমের ছেলে ইফতেখারুল হক লেলিন প্রমূখ বক্তব্য রাখেন। শেষে মরহুম শিক্ষক নেতা এমদাদুল হক দুলু’র রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির মঙ্গলকল্পে বিশেষ দোয়া পরিচালনা করেন ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোসলেহ উদ্দিন শাহ।
উল্লেখ্য, গত সোমবার (১৪জুন) দুপুরে শিক্ষক এমদাদুল হক দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি পৌর এলাকার ছোটরাউতা প্রশিকা পাড়া গ্রামের হেজার উদ্দিনের ছেলে। জীবদ্দশায় তিনি গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাঠানপাড়া জামে মসজিদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে ও ২ নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।