আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে মায়ের পৈতৃক সূত্রে জমি পাওয়ার লোভে নবনির্মিত হাসপাতালের গেটে টিনের বেড়া বসিয়ে সরকারি পাকা সড়ক দখল।
একমাত্র চলাচলের সড়কটি দখল করায় পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষসহ সরকারি খাদ্য গুদাম (এলএসডি) যানবাহন চলাচল হুমকির মুখে পড়েছে। রবিবার দুপুরে রিগান লোকজন নিয়ে বাড়ি থেকে টিনের বেড়া নিয়ে এসে পাকা সড়কটি দখল করেন। দখলদার রিগান উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ঈদগাঁপাড়া গ্রামের খোকনের ছেলে। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পাকা সড়ক দখলের বাধা দিলেও রিগান দখল ছাড়ে নি।
স্থানীয়রা জানান, হাসপাতালটি নির্মাণ কাজ শুরু থেকে এই রিগান একাধিক বার ঠিকাদারের কাজ বন্ধ করে দেন। তাই হাসপাতালটির নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঠিকাদার কাজ শেষ করতে পারে নি।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম বলেন, সড়কটি দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।