আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও মেয়েকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। প্রতিপক্ষের আঘাতের ফলে অসুস্থ অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ডোমার পৌর এলাকার ৮নং ওয়ার্ড পূর্ব চিকনমাটি মাঝাপাড়া গ্রামে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর বিকালে উক্ত গ্রামের লিটন ইসলামের মেয়ে লিমা আক্তারের সাথে ভাদুর স্কুলে দোলনা খেলাকে কেন্দ্র করে এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আইনুল ইসলাম ও মৃত জাকারিয়ার স্ত্রী শারমিন বেগমের ঝগড়া বিবাদ হয়। বিষয়টি স্থাানীয় লোকজন তা আপোস মীমাংসা করে দেয়। এরই জের ধরে আবারো ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ময়নুলের ছেলে জুয়েল ও রাব্বির স্ত্রী বিলকিছ লিটনের বোন শাহিদাকে গালিগালাজ করতে থাকে। শাহিদার পিতা শহিদুল ইসলাম এর প্রতিবাদ করতে গেলে সোহেল, মৌসুমি, সুমনা ও শারমিন মিলে লাঠিশোটা নিয়ে শহিদুলকে এলাপাথারীভাবে মারপিট করে। বিবাদীগণের কবল হতে শহিদুৃলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ক্ষিপ্ত হয়ে আইনুল, জুয়েল, সোহেল ও স্বাধীন শাহিদা খাতুনের বাড়িতে প্রবেশ করে শাহিদাকে বেধরক মারপিট করে। তাদের আঘাতে শাহিদা অজ্ঞান হয়ে পড়লে সোহেল ও জুয়েল শাহিদার ঘরে প্রবেশ করে বিছানার নিচে থাকা ৮৫ হাজার টাকা বের করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে শাহিদাকে অসুস্থ অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে বাবা ও মেয়ে দু’জনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে শাহিদার স্বামী মজনু মিয়া বাদী হয়ে ডোমার থানায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে এসআই লুৎফর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন। তিনি জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।