আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
দেশে করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ার এবং পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও তার ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুনের পক্ষ থেকে ডোমার এলাকার তিন শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডোমার উপজেলা শাখার ব্যবস্থাপনায় শনিবার (১০) এপ্রিল দুপুরে সোনারায় ধনীপাড়া খানকায়ে মাদানীয়ায় এ কার্যক্রম শুরু করা হয়।
বিতরণকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডোমার উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ আকরামুজ্জামান, সোনারায় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রাকিব, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওঃ মুফতি মাহমুদ বীন আলম, সংগঠক জাহিদুল ইসলাম, আমজাদ হোসেন, গোলাম ফারুক, গোলাম আরশাদ, সাদেকুল ইসলাম, মজিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, আলু, আটা, লবন, চিনি, মুড়ি, ছোলাবুট ও সয়াবিন তৈল।
প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও তার ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন বিগত কয়েক বছর যাবত ডোমার ডিমলা এলাকার দুঃস্থ ও অসহায় মানুষকে অবিরত সেবা প্রদান করে আসছেন। করোনাকালীন খাদ্যসামগ্রী, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি মসজিদ নির্মাণ, টিউবওয়েল স্থাপন, টিনের ঘর বিতরণ, চিকিৎসা সহায়তা, কণ্যাদায়গ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা অব্যাহত রেখেছেন। তাদের এ ধরণের মহৎ উদ্যোগ এলাকায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।