আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য ৭১” আয়োজিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২জানুয়ারি) বিকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বিশিস্ট সমাজ সেবক সালাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, নীলফামারী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সমাজ সেবক রাসেল ইসলাম সোহাগ, মেরিনা বেগম, তারুণ্য ৭১ সংগঠনের সভাপতি আরাফাত সিদ্দিকী সুজন, সাধারণ সম্পাদক সিফাত হোসেন অর্পণ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে চিলাহাটি মাঠ একাদশ বনাম ডিমলা রামডাঙ্গা টাইগার ক্রীড়া সংঘের লড়াইয়ে ৩ - ০ গোলে চিলাহাটি মাঠ একাদশ বিজয়ী হয়। উক্ত টুর্ণামেন্টে ৮টি টিম অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য ৭১” ২০২০ সালে ১৮ ডিসেম্বর আত্ম প্রকাশ করে। সেই থেকে মাস্ক বিতরণ, করোনা মোকাবেলায় লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, নৈশ প্রহরী, ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সচেতন মানুষ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।