আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৩দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (৩ফেব্রুয়ারি) দুপুরে সমাপনি দিবসে আল্লামা তারিক মুনোওয়ার এর মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী শুকনাপুকুর বাজার বাইতুন-নুর জামে মসজিদের উদ্যোগে বালিকা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ২৪তম মাহফিলের সমাপ্তি হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের পৃষ্ঠপোষকতায় প্রথম দিন আলহাজ্ব হরমুজ আলীর সভাপতিত্বে প্রধান মুফাসসীর হিসেবে কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করেন, হযরত মাওঃ ফকরুল ইসলাম হাদী, রংপুর। দ্বিতীয় দিনে আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা মাওঃ একরামুল হক, চাপাই নবাবগঞ্জ। তৃতীয় দিনে আলহাজ্ব প্রফেসর দেলওয়ার রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ইষ্ট লন্ডন মসজিদের খতিব আল্লামা তারিক মুনোওয়ার ও বিশেষ বক্তা হিসেবে হযরত মাওঃ মনিরুজ্জামান আঙ্গুর, ডোমার, বক্তব্য পেশ করেন। মাহফিলে পাশ্ববর্তী এলাকা থেকে আসা প্রায় ২০ হাজার ভক্তের ঢল নামে। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যেনো মুসলিম উম্মার মিলন মেলায় পরিণত হয়েছে। আগামীতে সকলের সহযোগিতা পেলে এর চেয়েও বড় ধরনের উদ্যোগ নিতে পারবে বলে আয়োজক কমিটি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।