আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মানব কল্যাণ পরিষদ-এমকেপি আয়োজিত, নেটজ বাংলাদেশ প্রকল্পের সহযোগিতায় তথ্য মেলা উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন করা হয়েছে।
ডোমার উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার উপজেলা চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
“নারী অধিকার ও অর্ন্তভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ” শীর্ষক (‘যুক্ত’) প্রকল্পের আওতায়, মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র পরিচালক ক্যাথরিন আজম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলেটর গৌরঙ্গ কুমার দাস। এ সময় অতিথি হিসেবে উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউর রহমান, পরিসংখ্যান তদন্তকারী আব্দুল বারী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, উক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর ইয়াছিন আলী প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়াও স্কুল ফ্যাসিলেটর অনিতা রানী রায়, ফিল্ড ফ্যাসিলেটর আতাউর রহমান লিটন, গীতা সেন, রানী বেগম, নিহাররঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। উক্ত মেলায় ৬টি স্টল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। পরে মটুকপুর স্কুল এন্ড কলেজের থিয়েটার দলের শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার বিষয়ক নাটক প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।