আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে রেললাইনে ট্রেনে কা'টা পড়ে সাদ্দাম হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামে সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের রেলঘুন্টির পাড়ে।
নিহত সাদ্দাম হোসেন বাগডোকরা তেলীপাড়া এলাকার মৃত এলাকার আবু হানিফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে দশটায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস নামক ট্রেনে কা'টা পড়ে ঘটনাস্থলে তার মৃ'ত্যু হয়। তাৎক্ষণিকভাবে বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সৈয়দপুর রেলওয়ে পুলিশকে অবগত করেন। রাতে সৈয়দপুর রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার তোবারক আলী সরকার, এসআই শফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সেখানে ঘটনাস্থলে এসে লাশের সুরতাহাল করেন।
সাদ্দামের মা রাজিয়া সুলতানা জানান, 'তার ছেলে মানসিক রোগী। প্রায় সময় বাড়ী থেকে বের হয়ে মানুষকে বিরক্ত করতো।'
সাদ্দামের ভাই সাকিব ইসলাম বলেন, 'সন্ধ্যা থেকে সাদ্দাম রেল লাইনে অবস্থান করছিলো। বাড়িতে যেতে বললে গালিগালাজ ও তাকে পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে। রাতে সংবাদ পাই ট্রেনে কা'টা পড়েছে।'
নিহত সাদ্দাম হেসেনের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।