আনিছুর রহমান মানিক , ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় স্পৃষ্ট হয়ে টলেন চন্দ্র বর্মণ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের মৃত ভদ্ররাম বর্মণের ছেলে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পারঘাট ব্রীজ্রের উপর এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় পারঘাট বাজার হতে ঔষধ নিয়ে বাইসাইকেল হাতে নিয়ে পায়ে হেঁটে বাড়ী ফিরছেন টলেন চন্দ্র। এসময় পারঘাট দেওনাই নদীর ব্রিজের উপরে পেছন দিক থেকে বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে টলেন চন্দ্র ট্রাক্টরের সামনের চাকায় স্পৃষ্ট হয়। এলাকাবাসী তাকে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও স্বাস্থ্য কমপ্লেক্স হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।