আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আমির হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার বিকাল ৪ ঘটিকায় শহরের চিলাহাটি-ডোমার সড়কের মায়া মর্কেটে এ ঘটনাটি ঘটে। নিহত আমির হোসেন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাকডোকরা প্রধানপাড়া গ্রামের মৃতঃ এনায়েতুল্লাহ ছেলে ও দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক খালেকুল হকের বাবা।
স্থানীয়রা জানায়, চিলাহাটি- ডোমার সড়কের চিলাহাটি থেকে ছেড়ে আসা দিয়ে গাছ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৮-৩০৩৫) ডোমার বাজার প্রবেশ কালে ডোমার থেকে বাই সাইকেলযোগে নিহত আমির হোসেন তার বাড়ী বাকডোকরা যাওয়ার পথে ট্রাকের হর্ণ শুনে সাইকেল থেকে পড়ে যায়। এ সময় কাঠ বোঝাই ট্রাকটি আমির হোসেনের দু ’পায়ের উপর দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘাতক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।