আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ট্যাপেন্টাডল ট্যবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার (৩ ফ্রেরুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাকিল মাহামুদ ও সংঙ্গীয় ফোর্স ডোমার নীলফামারীর মহাসড়কের চিকনমাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাজ থেকে ৮০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যবলেট উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন উপজেলার পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার খায়রুল ইসলামের ছেলে স্বাপন ইসলাম (২৫), চিকনমাটি তাঁতি পাড়ার অলিয়ার রহমানের ছেলে মুন আহমেদ (২৭) এবং পূর্ব চিকনমাটি ভাদুরস্কুল পাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে ফরহাদ ইসলাম (৩০)।
ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, 'তারা দীর্ঘদিন ধরে ট্যাবলেটসহ নানা ধরণের মাদক বিক্রি এবং সেবন করে আসছে। সংবাদটি নিশ্চিত করে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ডোমারকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।