আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জেলা পরিষদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও চাউল বিতরণ করা হয়েছে।
২০২১/২০২২ অর্থবছরের “জেলা পরিষদ উন্নয়ন সহায়তা” খাতের অর্থের কোভিড-১৯ মোকাবেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও চাল বিতরণ করা হয়।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ডোমার ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, উচ্চমান সহকারী আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসেবে করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলায় এর আগে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় হাজারো মানুষের মাঝে একাধিকবার চাল, তেল, সাবানসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ চিলাহাটি, ডিমলাসহ জেলার বিভিন্ন উপজেলায় ২ হাজার ৬৩ জন অসহায় মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।