আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শহিদ জননী জাহানারা ইমামপুত্র শহিদ রুমি’র ৭২ তম জন্মতিথি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা নারী, গুণীজনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষর্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ-ভারত-প্রবাস বাংলা’র সংস্কৃতিক প্রধান বিশ্ব সংগঠন তিন বাংলা নিবেদিত শনিবার (৪ মার্চ) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন। ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে সমন্বয়কারী গ্লোবাল সভাপতি তিনবাংলা আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে, কিংবদন্তী সংগঠক নার্গিস আহমেদ (আমেরিকা), বীরাঙ্গনা সমগ্র খ্যাত প্রামাণ্য লেখিকা সুরমা জাহিদ, মিত্রীবাহিনী কন্যা বৃহৎ বাংলা’র কন্ঠশিল্পী সুপর্ণা বন্দ্যোপাধ্যায় (কোলকাতা), সাংবাদিক, কবি ও সংগঠক সুলেখা সরকার (শিলিগুড়ি), কবি সংগঠক পারুল কর্মকার (শিলিগুড়ি), লেখক-চিত্রশিল্পী সৈয়দ ইকবাল (ক্যনাডা) প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ বক্তব্য রাখেন। আলোচনা শেষে গুণীজন, মুক্তিযোদ্ধা কমান্ডার, বীরাঙ্গনা নারী, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
সমন্বয়কারী গ্লোবাল সভাপতি তিনবাংলা আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী বলেন, 'প্রথমবারের মতো 'তিনবাংলা' একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শহিদ রুমি'র ৭২ তম জন্মতিথি উদযাপন, তারা আদেরগর্ব এলাকার সন্তান। বর্তমান ও নতুন প্রজন্মকে তরুণ রুমি'র বীরত্বগাঁথা জানানো জরুরী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে রুমি'র আদর্শ ও প্রত্যয় বিশেষ প্রেরণা যোগাবে। আগামীতে গুণীব্যাক্তিদের সমাবেশের মাধ্যমে জাহানারা ইমাম ও লুৎফুন্নেসা আব্বাস পদক প্রদান করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।