নীলফামারী প্রতিনিধি॥ “দুর্যোগ ঝুঁকি হ্রাসে, পূর্ব প্রস্তুতি, টেকশই উন্নয়নে আনবে গতি” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা জিয়াউর রহমান দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গত ১০ বছরের অর্জিত সফল কার্যক্রম বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা, ভালো অনুশীলন ও ইনোভেশনগুলো একীভূত করে তুলে ধরেন ও তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, ফায়ার স্টেশন কর্মকর্তা ফরহাদ রেজা, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল হকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।