আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ১৬-২০ মে/ ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত রোববার (১৬ মে) সকাল ১১টায় ডোমার সদর ইউনিয়নের ছোটরাউতা কমিউনিটি ক্লিনিকে বাচ্চাদের কৃমিনাশক ডোজ দিয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী। এ সময় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বেলাল উদ্দিন, উপজেলা, স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান, সিএইচসিপি লাইজু সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। ওই দিনে ছোটরাউতা কমিউনিটি ক্লিনিকে প্রায় শতাধিক বাচ্চাকে কৃমি নাশক ডোজ প্রদান করা হয়। দিবসটির কার্যক্রম ২০ মে পর্যন্ত চলবে এবং উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে এ কর্মসুচি অব্যাহত থাকবে বলে স্বাস্থ্য বিভাগ জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।