আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহনক্ষমতা ও অভিযোজন প্রক্রিয়া শক্তিশালীকরণ (রিপ) প্রকল্পের আওতায় পল্লীশ্রী দিনাজপুর আয়োজিত ৯জুন সকাল ১০টায় উপজেলার গোমনাতী ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। বিএমজেড ও নেট্জ বাংলা’র সহযোগিতায় প্রধান প্রশিক্ষক হিসেবে পাঠ দান করেন, প্রকল্পের ইউনিট ম্যানেজার মো. শামসুল হক ও ফিল্ড ফ্যাসিলেটর এলিজা কিসকু।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় এলাকার ২৩ জন দলীয় নারী সদস্য অংশগ্রহণ করেন।
ইউনিট ম্যানেজার মো. শামসুল হক জানান, গত ৬জুন এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় এবং আগামী ১৫জুন তা সমাপ্ত হবে। উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে জোড়াবাড়ী, গোমনাতী, কোতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের ৩শত ৫০জন দলীয় নারী সদস্য প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধানসহ হ্যান্ড স্যাটিটাইজার ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।