আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“অংশগ্রহণমূলক গণতন্ত্র, উন্নয়নের পূর্বশর্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডোমারে এক্টিভিস্টা-নীলফামারী আয়োজিত ছায়া ইউনিয়ন পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট। এ সময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী, ইউপি সদস্য স্বপন মিয়া, আব্দুল ইউয়াল, বজলার হোসেন, তিতাস রহমান বাবু, ছত্রধর, সন্তস অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনায় ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ এর আওতায় প্রকল্প গ্রহণ নীতিমালার বিষয়ে আলোচনা করা হয়। ছায়া ইউনিয়ন পরিষদ অধিশেনের চেয়ারম্যানের ভুমিকায় অর্পণ যুব সংগঠনের সভাপতি রিপন ইসলাম, সচিবের ভুমিকায় দৃঢ় প্রত্যয় যুব সংগঠনের সাধারণ সম্পাদক জেসমিন তারিফ জুঁই ও ইউপি সদস্যের ভুমিকায় অন্যান্য যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।