নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর ও বিজ্ঞানাগারে ‘চুরির’ একদিনের মধ্যে ‘চুরি’ হয়ে যাওয়া মালামাল উদ্ধারসহ দুই ‘চোরকে’ গ্রেফতার করেছে পুলিশ।
সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় গ্রেফতারকৃত ওই দুই চোরকে বুধবার(২২ সেপ্টেম্বর)দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা ডোমার পৌরসভা এলাকার সবুজপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে রুহুল আমীন মুন্না (২২), ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে নওশাদ হোসেন (২৭)।
গত মঙ্গলবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এর আগে গত সোমবার ভোরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরের টাকা ও বিজ্ঞানাগারের অনুবীক্ষণ যন্ত্রসহ বিভিন্ন মালামাল ‘চুরির’ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, ডোমার পুলিশ সার্কেল কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ‘চুরির’ দৃশ্য দেখা যায়। গত মঙ্গলবার সকাল ১১ টার সময় সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ(ডোমার-ডিমলা)সার্কে
ডোমার থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।