আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার চিলাহাটিতে বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার গুরুত্ব বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
গ্লোবাল ফান্ড ফর চিল্ড্রেন এর সহযোগিতায় শুক্রবার (২৬ মে) বিকালে চিলাহাটি ডাকবাংলো হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন, অঙ্গনা। উক্ত ওয়ার্কশপে ডোমার উপজেলার চাঁদখানা জিআর উচ্চ বিদ্যালয়, খানকায়ে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় ও কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের মোট ১২ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে আলোচনা ও দলীয় কার্যক্রমের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় প্রজনন স্বাস্থ্য সেবা কার্যক্রম কীভাবে চলছে, বর্তমান চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাবিব মর্তুজা, গোসাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মারুফি আক্তার বানু, অঙ্গনা ফেমিনিস্ট গ্রুপ এর উপদেষ্টা নির্মল রায়, অঙ্গনা ফেমিনিস্ট গ্রুপের সভাপতি আজমিরা জাহান দৃষ্টি, সহ-সভাপতি, লিসা আক্তার, কোষাধক্ষ্য সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার গুরুত্ব বিষয়ক আলোচনা শেষে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।