প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২২, ৯:৩৫ অপরাহ্ণ
ডোমারে কৃষকদের মাঝে পেঁয়াজবীজ ও রাসায়নিক সার বিতরণ
![]()
ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
"কৃষিই সমৃদ্ধি "- এই স্লোগানকে সামনে রেখে নীলফামসরীর ডোমার উপজেলা পরিষদ হলরুমে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ /২০২২-২০২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মোঃ আব্দুল মালেক সরকার প্রমুখ।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আনিসুজ্জামান।
এসময় অনুষ্ঠানে ৭০জন কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষক প্রতি গ্রীষ্মকালীন N-53 ভ্যরাইটির এক কেজি পেঁয়াজ বীজ ও ২০ কেজি পটাশ এবং ২০ কেজি DAP সার, পলিথিন, বিভিন্ন উপকরণ সহ ২৮০০ টাকা বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube