আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্পন্দন আবৃতি, নৃত্য, সংগীত শিক্ষা কেন্দ্র ও নীলদীঘি খেলাঘর আসর আয়োজিত শনিবার (২৮ডিসেম্বর) বিকালে ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক শিক্ষক নুরুল ইসলাম, ডোমার ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা একাডেমীক সুপার ভাইজার শাফিউল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। শেষে উক্ত সংগঠনের ৬জন শিল্পী গত বছরে জেএসসি ও এসএসসিতে গ্লোল্ডেন ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিগণ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।