আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নর্দান প্রোগ্রেসিভ এ্যাসোসিয়েটস্ রংপুর এর আয়োজনে নীলফামারীর ডোমারে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিশুদের কিণ্ডারগার্টেন পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ডিসেম্বর) সকাল ১০টায় ডোমার শহিদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ ২১ বছরের সফল প্রতিষ্ঠান ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওঃ মোঃ মোসলেহুদ্দীন শাহ। এ সময় শহিদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম, আইডিয়াল একাডেমির উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউনিক আজিজ স্কুলের প্রধান শিক্ষক রাজিবুল ইসলাম বাপ্পি, গোমনাতী মডেল একাডেমির অধ্যক্ষ মিজান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ২টি পরীক্ষা কেন্দ্রে শহিদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩শত জন এবং গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২শত জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে ডোমার আইডিয়াল একাডেমি, ইউনিক আজিজ স্কুল, বামুনিয়া আইডিয়াল একাডেমি, আলোক বর্তিকা একাডেমি, লাইফ লাইন স্কুল, গোমনাতী মডেল একাডেমি, আল হেরা শিশু একাডেমি, ওয়েসিস মডেল কিণ্ডারগার্টেন , দারকামরী কিণ্ডারগার্টেনসহ মোট ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
কেন্দ্র সচিব ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওঃ মোঃ মোসলেহুদ্দীন শাহ কেন্দ্রগুলো পরিদর্শন করে জানান, 'উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শিশুরা পরীক্ষা দিচ্ছে। সকল শিক্ষক মিলে শিশুদের মেধাবী হিসেবে গড়ে তুলতে সার্বক্ষণিক চেষ্টা করে আসছি। পাশাপাশি শিশুদের পড়ালেখায় মনোযোগী করতে অভিভাবকদের পরামর্শ প্রদান করছি। আশা করি, আল্লাহর রহমতে তারা ভালো রেজাল্ট করবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।