আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌ'ন হ'য়রানির দায়ে জামিয়ার রহমান জয় (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। জয় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, একই গ্রামের এক কৃষকের কলেজ পড়ুয়া ছাত্রী (ছদ্দনাম) মনিরা বেগম (১৭) কে দীর্ঘদিন যাবত জয় প্রেমের প্রস্তাব দিতো। মনিরা দেবীগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। মনিরা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ অক্টোবর বিকালে অটোভ্যানযোগে দেবীগঞ্জ কলেজ থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম চিকনমাটি মাদ্রাসা মোড় এলাকায় জয় তার গতি রোধ করে পুনরায় প্রেমের প্রস্তাব দেয় এবং অন্যত্র ঘুরে বেড়ানোর জন্য চাপ সৃষ্টি করে। মনিরা রাজি না হওয়ায় তাকে টা'না হে'চরা করে এবং যৌ'ন হ'য়রানি ঘটায়। মনিরার চিৎ'কারে পথচারী এগিয়ে এলে জয় পালিয়ে যায়। এ বিষয়ে মনিরা বাদি হয়ে গত ২৯ অক্টোবর ডোমার থানায় নারী শিশু নি'র্যাতন দমন আইন ২০০০ সালের (সংশোধনী) ০৩ এর ১০ ধারায় মামলা নং-২০ (১০) ২৩ দায়ের করে। একই রাতে অভিযান চালিয়ে আসামী জামিয়ার রহমান জয় (২৭) কে গ্রেফতার করে থানা পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মামলা সংক্রান্তে জয়কে গ্রেফতার করে জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।