আনিছুর রহমান মানিক(নীলফামারী) প্রতিনিধি>>
কর্মবিরতি শেষে পুনরায় কাজে ফেরায় পুলিশ সদস্যদের ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ডোমার উপজেলার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ টার দিকে ডোমার থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমান, ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম, পারভেজ মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ডোমার উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিবুল ইসলাম, বোড়াগাড়ি সাংগঠনিক থানা শাখার সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক থানা শাখার সভাপতি রমজান আলী এর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, 'কর্মবিরতি শেষে পুলিশ কাজে ফিরেছে। এতে করে জনমনে স্বস্তি ফিরে এসেছে। গত কয়েকদিন ধরে বাজারে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এতে করে তাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। পুলিশের প্রতি আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। পুলিশ জনগণের সেবক ও বন্ধু হয়ে কাজ করবে বলে আশা করেন তিনি।
ছাত্র শিবিরের এ উদ্যোগকে স্বাগত জানান ডোমার থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।