আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
”এসো কোভিট-১৯ টিকা গ্রহণ করি, করোনামুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে করোনার টিকা গ্রহণে ফ্রি রেজিস্ট্রেমন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ওয়েসিস আয়োজিত বুধবার (৩রা মার্চ) সকাল ১১টায় উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ হাটে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. মোজাহেদুল করিম সুমন।
পরে এক আলোচনা সভায় ওয়েসিস এর নির্বাহী পরিচালক ড. জসিউর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বেলাল উদ্দিন, স্বাস্থ্য সহকারী রাবিউল করিম মানি, আনজারুল হক মিলন, জিকরুল হক সম্রাট, ইউপি সদস্য মফিজুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি হাসান আলী, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
আয়োজক কমিটি জানান, প্রথম দিনে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় করোনার টিকা প্রদানে প্রায় ২ শতাধিক মানুষকে ফ্রি রেজিস্ট্রেশন করানো হয় এবং আগামীকাল তারা টিকা গ্রহণ করবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।