আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পল্লীশ্রী রিপ প্রকল্প আয়োজিত পরিবেশ বান্ধব জ্ঞান কাজে লাগিয়ে কমিউনিটির উন্নয়ন সাধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পল্লীশ্রী রিপ প্রকল্প কার্যালয়ে ভারপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক শামসুল হকের সভাপতিত্বে পল্লীশ্রী রিপ প্রকল্পের অ্যাডভোকেসী অ্যাসিস্ট্যাণ্ট উম্মে হুমায়রা মৌ এর সঞ্চালনায় অতিথি হিসেবে গোমনাতী ইউপি সচিব রহিদুল ইসলাম, ডিমলা গয়াবাড়ী সপ্রাবি’র সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, নারী প্রতিনিধি মনিরা আক্তার মনি, ইউপি সদস্য জহুরা বেগম, জোড়াবাড়ী ইউপি সদস্য রুনা লায়লা, ডিমলা রিপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম, কেতকীবাড়ী ইউপির স্বেচ্ছাসেবক দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত কর্মশালায় ডোমার ডিমলা এলাকার প্রকল্পের উপকারভোগী ও সূধীজনসহ মোট ২২জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সংগঠনটি ডোমার উপজেলায় ৪টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে উপকারভোগীদের আর্থিক সচ্ছল করে তুলেছে। যার কারণে প্রকল্পটি অত্র এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। সঠিক ভাবে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করতে সকল কর্মকর্তাকে পরামর্শ প্র্রদান করেন অতিথিগণ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।