আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ধ'র্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী কিশোরী। এ ঘটনায় ধ'র্ষককে গ্রেফতার করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী রাত ১০ টার সময় এলাকায় ওয়াজ মাহফিল হতে ফেরার পথে একই ইউনিয়নের কুমবাড়িডাঙ্গা গ্রামের দুলাল হোসেন এর ছেলে রাকিব ইসলাম (২১) শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে জো'রপূর্বক ধ'র্ষণ করে। প্রতিবন্ধী মেয়েটি লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ না করলেও তার(মেয়েটির) আচরণে তার মায়ের সন্দেহ হওয়ায় এক পর্যায়ে সে তার মায়ের নিকট ঘটনা প্রকাশ করে। প্রতিবন্ধী কিশোরীর পিতা মাতা তাদের কিশোরী কন্যাসহ ডোমার থানায় উপস্থিত হয়ে ধ'র্ষনের ঘটনাটি জানালে ডোমার থানার মামলা নং-১১ (০১)২৩ রুজু করা হয়।
পুলিশ সুপার নীলফামারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনা মোতাবেক ডোমার থানার ওসি (তদন্ত) মাসুদ করিমের নের্তৃত্বে এসআই কাওছার, সাব্বির, কাজল অভিযান পরিচালনা করে ২৭ জানুয়ারি ভোরবেলা আসামী রাকিব ইসলাম (২১) কে তার নিজ বাড়ি থেকে গ্রে'ফতার করে পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, 'ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। আসামী রাকিবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।