আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে ডোমার থানা আয়োজিত, থানা মাঠে অফিসার ইনচার্জ মোস্তফিজার রহমান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় বিদায়ী ওসি মোস্তাফিজার রহমানের সহধর্মিণী মিসেস মোস্তাফিজার ও তার ছেলে-মেয়ে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনারায় ইউনিয়ন আ’লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সহিদ আহমেদ শান্তু, আ’লীগ নেতা আবুল কাশেম, ডোমার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
এসআই শাহ আলমের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইউপি চেয়ারম্যানবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ বিদায়ী ওসি মোস্তাফিজার রহমানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায সংবর্ধনা জানান। তিনি গত ৩০/০৩/২০১৯ সালে ডোমার থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। সফলতার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করে এলাকায় হত্যা মামলাসহ মাদক, জুয়া, চুরি ও ছিনতাই মামলার আসামী গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করে জেলার শ্রেষ্ঠ থানা ও অফিসার ইনচার্জ হিসেবে একাধিকবার পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।