আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ডোমার বাজার এলাকায় অভিযান চালান। এ সময় রিফাত ফার্মেসী নামক এক ওষুধের দোকানে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে, ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ (ক) ধারা লঙ্ঘনের অপরাধে ২৭ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান কালে ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়সহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোয়ার হোসেন বলেন, গত কয়েকদিন পূর্বে বাসি ও নোরা পরিবেশে খাবার পরিবেশন এবং দোকানের মূল্য তালিকা না থাকায় ২ হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। এবার ওষুধ দোকানে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রেখে মানুষের ক্ষতি করার চেষ্টা করলে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।