আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে এভারগ্রীণ এসএসসি ৮৯ ও এইচএসসি ৯১ ব্যাচের বন্ধুদের অর্থায়নে এলাকার অসহায় বৃদ্ধ এবং দুঃস্থদের কম্বল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বামুনিয়া কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু দুলু বর্মনের সভাপতিত্বে শিক্ষক আমিনুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইদুল ইসলাম, ৮৯/৯১ ব্যাচের বন্ধু শরিফুল ইসলাম মানিক বক্তব্য রাখেন।
এ সময় ৮৯/৯১ ব্যাচের আফসানা ইয়াছমিন আশা, মারুফা আক্তার স্মৃতি, আবুল কালাম আজাদ, তরিকুল ইসলাম শিমুল, জাহাঙ্গির আলম, তহিদুল হক সরকার, আলমগীর হোসেন, আব্দুল আউয়াল লাকি প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এলাকার অসহায়, দুঃস্থ, বৃদ্ধ দুই শতাধিক মানুষের মাঝে কম্বল ও উক্ত বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থীকে শীতের জ্যাকেট প্রদান করা হয়।
এভারগ্রীন ৮৯/৯১ ব্যাচ সারাদেশে আর্তমানবতায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে আসছে। এর আগেও একাধিকবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল, সোয়েটার, শীতের গরম কাপড় বিতরণ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।