আনিছুর রহমান মানিক, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী মনোয়ার হোসেন চৌধুরীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, নীলফামারী জেলার পুলিশ সুপার আশরাফ হোসেনের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল (সার্কেল) ও ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলীর সহযোগিতায় ডোমার থানার এসআই আব্দুল লতিফ, এএসআই শফিকুল ইসলাম শফি বৃহস্পতিবার (২৮মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকা মীরপুর ১০নং পল্লবী থানা এলাকা থেকে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় শাহ কলন্দর মাজার পাড়ার মৃত আজিজুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন চৌধুরী (৪৮) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সেসন ৩৫৫/১৭, এমসি ১৮৩/১৫, এমসি ২৭৩/১৩ এই ৩টি মামলায় প্রত্যেকটিতে ১বছর করে সাজা ও মোট ১কোটি ২৫ লক্ষ টাকা অর্থ দন্ড রায় প্রদান করেন বিজ্ঞ আদালত। অপরদিকে, বৃহস্পতিবার রাতে জলঢাকা এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামী ডোমার পৌর এলাকার চিকনমাটি ঢুষাটারীর মৃত জয়নাল আবেদীনের ছেলে রইছুল ইসলাম (৩৫) কে আটক করে ডোমার থানার পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলীর জানান, মনোয়ার হোনের চৌধুরীর নামে মোট ৬টি মামলা রয়েছে তার মধ্যে ৩টি মামলায় সাজা প্রাপ্ত ছিল, বাকী ৩টি মামলা চলমান রয়েছে। সে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল আমাদের ডোমার থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।