আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস হতে ৫ বছর বয়সী শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে (এসএএম) কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্ণারের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ এ,বি,এম আবু হানিফ। পরে কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভায় এমওডিসি ডাঃ কামরুজ্জামান নেবেল এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগের উপ-পরিচালক ডাঃ জাহাঙ্গীর কবির, সিভিল সার্জন নীলফামারী ডাঃ হাসিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদা তাসনীম, ডাঃ ফারজানা আফরীন, ডাঃ আইনুল হক, ডিভিশন কো-অর্ডিনেটর ইউনিসেফ সহিদুল হাসান, ল্যাম্প এর প্রজেক্ট ম্যানেজার মাহাতাব লিটন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আল-আমিন রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ হাসপাতালের বিভিন্ন কর্ণার পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নিয়ে সন্তুষ প্রকাশ করেন। সেবার মান উন্নত করতে সকল কর্মকর্তা ও কর্মচারীদের পরামর্শ প্রদান করেন প্রধান অতিথি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।