আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর উপজেলায় পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হলো বামুনিয়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিস আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এতে বামুনিয়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ নির্বাচিত হয়। জানা যায়, উক্ত বিদ্যালয়টি ১৯৯০ সালে স্থাপন করা হয়। বে-সরকারি হিসেবে চলাকালীন অবস্থায় ০১/০১/২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠাকালীন বিদ্যালয়টি ৪জন শিক্ষক দ্বারা পরিচালিত হতো। গত ১৮/০৯/২০১৮ তারিখে প্রধান শিক্ষক হিসেবে মো. শরিফুল ইসলাম মানিক যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে বিদ্যালয়টিকে একটি মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে আসছেন। ইতোমধ্যে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতিসহ সকলের স্কুল ড্রেস নিশ্চিত করতে যথাযথ ভূমিকা রাখেন তিনি। এ ছাড়াও প্রতিষ্ঠানটিকে দৃষ্টিনন্দন করে তুলতে এসএমসি ও সহকারী শিক্ষকদের সহায়তায় বিদ্যালয় ভবনটি সংস্কার ও রং বার্নিশ করে অতি সুন্দর করে ফুটিয়ে তোলেন। বিদ্যালয় সীমানার চারদিকে সৌন্দর্য বর্ধক দেবদারু প্রজাতির প্রায় শতাধিক উইপিং গাছের চারা রোপণ করেন। এ ছাড়াও বিদ্যালয়ে একটি আকর্ষণীয় ফুল ও সব্জি বাগান গড়ে তুলেন। বিদ্যালয়ের পাঠদান নিরবচ্ছিন্ন রাখতে ব্যাক্তিগত উদ্যোগে ২জন খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া হয়। বিভিন্ন জাতীয় দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করে একাধিক পুরস্কার প্রাপ্ত হয় শিক্ষার্থীরা। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এই সুন্দর বিদ্যালয় ও বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে লোক ছুটে আসেন। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভিভাবকদের অবহিতকরণে মা সমাবেশসহ লেখাপড়া ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন জানান, প্রধান শিক্ষকের সফলতা ও দক্ষতার কারণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর উপজেলায় পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।