আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফমারীর ডোমারে ইউএন’র হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো নবম শ্রেণির ছাত্রী মুন্নি।
ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া ডাঙ্গাপাড়া গ্রামে। সরেজমিনে জানাযায়, শুক্রবার রাতে ওই এলাকার মোমিনুর রহমানের কন্যা নবম শ্রেণির ছাত্রী নুরেজা আক্তার মুন্নি (১৫) এর সাথে ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা মুজাল পাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে আল আমিন রহমান (২০) এর গোপনে বিয়ে দেয়ার চেষ্টা চালায়। এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ফাতেমাকে জানালে তিনি সন্ধ্যায় সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে কনের বাড়ীতে পাঠিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার মুঠো ফোনে কনের বাবা ও মাকে বাল্য বিয়ের ক্ষতির কারণ ও আইনত: দন্ডনীয় অপরাধ বিষয়ে বুঝিয়ে কনের বাবা মোমিনুরের কাছ থেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার নামা গ্রহণ করে বিয়ে বন্ধ করে দেয়। নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিয়ে বন্ধ হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।