আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আসমানী যুব নারী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা প্রশাসন, যুব, যুবনারী ও উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডোমার উপজেলা পরিষদ হলরুমে আসমানী যুব নারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিরিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)।
এ সময় অতিথি হিসেবে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এএসএম হাবিব মর্তুজা, অভিনন্দন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাঞ্চন চন্দ্র রায়, উত্তরা গ্রামীণ সেবা সংস্থার নির্বাহী পরিচালক বিষ্ণু রায়, নারী নেত্রী আসমা সিদ্দিকা বেবী, সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন, মহামায়, ইলোরা জাহান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে যুব, যুবনারী, নারী উদ্যোক্তাসহ প্রথমিক বিদ্যালয়ের ৫০ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে শিশু ও যুব নারীদের সমস্যা সমাধানে ভূমিকা এবং বে-সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ স্থাপনের বিষয়ে বিশেষ আলোচনা করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।