আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়েেনর নয়ানী বাকডোকরা কাঁঠালতলী গ্রামে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বজলার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসার শুভ উদ্বোধন করেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।বিশেষ অতিথি হিসেবে ৭নং বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ, শংকর চন্দ্র রায়, জোসনা রাণী রায়, প্রভাষক আলহাজ্ব ইলিয়াছ হোসেন, হাফেজ মাওঃ নবীর হোসেন বিপ্লবী, হাফেজ মাওঃ ইয়াকুব আলী আশেকী, সমাজ সেবক তছরত আলী, কছদ্দি মামুদ, মঙ্গলু মামুদ, লাবু ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ডাঃ আব্দুল কুদ্দুস আল-আজাদী।
উক্ত মাদ্রাসার পরিচালক মুফতি ফজলে এলাহী জানান, গত ২১ জুন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। বর্তমানে ৫টি কক্ষের নির্মাণ কাজ চলমান আছে। এলাকার অসহায় ও দরিদ্র শিশুদের জন্য নুরানী, নাজেরা, হেফজুল কোরআন, কিতাব বিভাগ, বাংলা, অংক, ইংরেজি ও সাধারণ জ্ঞানসহ অন্যান্য শিক্ষা দানের সু-ব্যবস্থার করা হয়েছে। আগামীতে উক্ত প্রতিষ্ঠানটি দ্বীনি এলেম শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এলাকার বিত্তবান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।