আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“আপনার অধিকার, আপনার দায়িত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী সড়ক প্রদক্ষিণ করে পরিষদের মূল ফটকের প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরননবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, সংগঠনের সহ-সভাপতি নুর ইসলাম বি এসসি, সদস্য গোলাম কুদ্দুস আইয়ুব, শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসি চৌধুরী, হোসনেআরা বেগম, ডাঃ ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।