আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত মঙ্গলবার (২২জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন। উক্ত বাহিনীর ২শতাধিক নারী ও পুরুষ সদস্যকে জনপ্রতি ৩টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা প্রশিক্ষক রুবেল ইসলাম, উপজেলার কোম্পানী কমান্ডার আব্দুল হালিম, আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারা দেশের ন্যায় নীলফামারী জেলার সকল উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।