আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে মানবেতর জীবন যাপনকারী অসহায় ছলেমানের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান।
গত সপ্তাহে “ডোমারে অসহায় ছলেমানের মানবেতর জীবন যাপন, যেন দেখার কেউ নেই” এমন সংবাদটি বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রচার করা হয়। বিষয়টি দৃষ্টি গোচর হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের। সোমবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিককে অফিসে ডেকে নিয়ে সরকারের বরাদ্দ থেকে একটি শুকনো খাবারের প্যাকেট যাতে চাল, ডাল, চিনি, চিড়া, তেল, লবন, লুডুলস ছিল। অপর দিকে নিজস্ব অর্থায়নে ডেরবান (১৫) পিস টিন কিনে দেয় ঘর নির্মাণের জন্য। কর্মকর্তার পক্ষ থেকে অফিস সহকারী তরুন কুমার রায় ছলেমানের বাড়ীতে গিয়ে তার হাতে টিন ও শুকনা খাবারের প্যাকেট তুলে দেন। সে সময় ছলেমান আবেগে আপ্লুত হয়ে পড়ে। এর আগে সংবাদ প্রকাশের পরদিন ডোমার সরকারি কলেজের সাবেক ভিপি ও জাপা’র উপজেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান চয়ন এক বান টিন ও বোড়াগাড়ী ইউপি সদস্য হাচানুর রহমান ১৫টি বাঁশ প্রদান করেন। তা দিয়ে এলাকাবাসীর সহায়তায় তারা ঘরটির নির্মাণ কাজ শুরু করে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার টিন দিয়ে ঘরের বেড়ার কাজ সম্পন্ন হবে বলে ছলেমান আশা করেন। শুধুমাত্র ওষুধ ও খাবারের ব্যবস্থা হলে বাকী জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবে। উল্লেখ্য- ছলেমান আলী (৭০) উক্ত এলাকার মৃত সমাজ উদ্দিনের ছেলে। সে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ডোমার চিলাহাটি সড়ক সংলগ্ন বাগডোকরা মিস্ত্রিপাড়া ভালের কুড়া নামক ব্রিজের পার্শ্বে ভাঙাচোরা ঘরটিতে বসবাস করে। গত ৩বছর পূর্বে তার স্ত্রী মৃত্যুবরণ করায় নিঃসঙ্গ অবস্থায় এক চালা টিন দিয়ে প্লাস্টিকের বেড়া লাগিয়ে বসবাস করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।