আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অগ্নিদগ্ধ জোবেদা খাতুন (৫৬)’র লাশ দাফন সম্পন্ন করলেন ডোমার থানা পুলিশ।
বুধবার বিকালে বাদ আসর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ডোমার থানা পুলিশের পক্ষ থেকে জানাজার নামাজ শেষে পার্শ্বে কবরে তার লাশ দাফন করা হয়।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই জামিনুর রহমান, পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমনসহ ডোমার থানার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। প্রসঙ্গত- মঙ্গলবার রাত ১টায় ডোমার সন্যাসী মন্দির সংলগ্ন এক ভিখারী জবেদা খাতুন এর ঘরে আগুন লাগে। ডোমার ফায়ার সার্ভিস এর (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার শাহাজান আলীর নেতৃত্বে ফায়ারম্যানরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই ঘরে থাকা ভিক্ষুক জবেদা খাতুন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে।
অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, ওই রাতে জবেদার লাশ উদ্ধার করে পরদিন ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে তার পরিবারের কোন ওয়ারিশ না থাকায় আমাদের থানার পক্ষ থেকে ইসলামী শরিয়াহ মোতাবেক জানাজা শেষে লাশ দাফন করা হয়।
কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, ওই ভিক্ষুক মন্দিরের পার্শ্বে একটি কুড়ের ঘর বানিয়ে দীর্ঘ ২০ বছর যাবত বসবাস করছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন ফায়ার সার্ভিস কর্মীরা
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।