আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া ৬নং ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামে।
সরেজমিনে জানা যায়, বুধবার (৫আগস্ট) গভীর রাতে উক্ত এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে হাচানুল হকের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। নিমেষেই আগুনের শিখা পার্শ্ববর্তী আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম ও মৃত ছলিমুদ্দিনের ছেলে নজরুলের ঘরে ছড়িয়ে পড়ে। এতে করে ৩টি পরিবারের প্রায় ১২টি ঘর, আসবাবপত্র, চাল, ধান, হাঁস, মুরগিসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়।
ভুক্তভুগী হাচানুল হক জানান, হঠাৎ গত রাত ১২টার পরে আমার রান্না ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কোন রকমে গরু ছাগল গোয়াল ঘর থেকে বের করি এবং বাড়ির মানুষ জন রক্ষা পাই। আমার ৩টি ঘর পুড়ে যায়। এতে করে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। রবিউল ইসলামের ৪টি ঘর পুড়ে ৫ লক্ষ এবং নজরুল ইসলামের ৫টি ঘর আসবাবপত্র ও নগদ অর্থ মিলে প্রায় ৬ লাক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় বলে তিনি জানান।
ইউপি চেয়ারম্যান আবুল হাচান বলেন, বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে, তিনি সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ইতোমধ্যে চাল, ডাল, তেল, লবণসহ শুকনো খাবারের প্যাকেট পাঠানো হয়েছে। বিষয়টি ডিসি স্যারকে জানিয়েছি, আগামীতে তাদের মাঝে টিন বিতরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।