নীলফামারী প্রতিনিধি॥ করোনা ভাইরাস প্রতিরোধে হাট বাজারের দোকানপাট সার্বক্ষণিক বন্ধ রাখার সরকারি নির্দেশকে অমান্য করায় নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাংগা হাটের ইজারাদার,ব্যবসায়ী নুর আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এ হাটে সরকারি নির্দেশের তোয়াক্কা না করে প্রতিদিন লোক সমাগম করে মরিচসহ অন্যান্য পণ্যের হাট পরিচালনার অভিযোগ রয়েছে উপজেলার অন্যান্য হাট-বাজার ইজারাদারসহ এলাকাবাসীর।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মনোয়ার হোসেন এই অর্থদন্ড প্রদান করেন।
ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই হাটের ব্যবসায়ী নুর আলমকে বার বার অনুরোধ করা সত্ত্বেও প্রতিদিন তিনি ওই হাটে বেশি বেশি লোক সমাগম করে জনসমাগম করে আসছিলেন। সরকারি নির্দেশ অমান্য করায় দন্ডবিধির ১৮৬০ সালের ২৬৯ ধারা অমান্যের দায়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।