চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার উত্তর বন বিভাগের ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজাড়া বিটের বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ করেছে সংশ্লিষ্ট প্রশাসন। বৃহস্পতিবার রাত ২টা ও শুক্রবার সকাল ১০টার দিকে বনবিটের হাসিনা পাড়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এবিষয়ে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মোঃইলিয়াছ হোসেন জানান,গোপনে খবর পেয়ে গিয়ে দেখি, অবৈধভাবে বনভূমি দখল করে কাগজে মুড়িয়ে ঘর নির্মাণ করেছে।তাই ফাঁসিয়াখালী নবাগত রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক আশিকুর রহমান স্যারের নির্দেশে আমার নেতৃত্বে স্হাপনাটি উচ্ছেদ করে ২০শতক জমি দখলমুক্ত করেছি।তাই অবৈধ দখলদারের বিরুদ্ধে বন আইনে ব্যবস্হা নেওয়া হবে।এসময় বিটের স্টাফগণ,হেডম্যান অভিযানে অংশগ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।